বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
দীর্ঘ দিনের বঞ্চনার অবসান হতে চলেছে মাগুরা শহরের দোয়ারপাড় (পশ্চিম) বাসির। দেয়ার পশ্চিমদিকের এই রাস্তাটিতে দীর্ঘ ২৫ বছরে পৌরসভার পক্ষ থেকে কোন উন্নয়ন কর্মকান্ড করা হয়নি। ফলে ওই রাস্তাটিতে বসবাসকারি দোয়ারপাড় কারিকরপাড়া এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পরছিলেন। সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে রাস্তাটি তৈরীর টেন্ডার হয়। গত দুদিন রাস্তার পাশের ইট ফেলে সেগুলি ভাঙ্গার কাজ শুরু করে ঠিকাদারের লোকেরা। দীর্ঘ বছর পর এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা।

এ এলাকার বাসিন্দা দেব প্রসাদ আইচ (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা),সিদ্দিকুর রহমান (শিক্ষক) , নেয়ামুল করিম খোকন,  টমাস সুকুমার মন্ডলসহ একাধিক বাসিন্দা রাস্তার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় তারা বর্তমান পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও তার পরিষদসহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তবে তারা রাস্তার কাজে সঠিক গুনগত মান বজায় রাখার জন্য পৌরসভার ঠিকাদার ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি আহবান জানান।

 

রূপক/মাগুরা/ ২১ এপ্রিল ১৭