বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘অরুন যাত্রায় আমরা ক্লান্তিহীন’ এই শ্লোগান নিয়ে শুক্রবার মাগুরায় হাজারতম আবৃত্তি বৈঠক উদযাপন করছে মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কন্ঠবীথি।

এ উপলক্ষে সকালে আসাদুজ্জামান মিলনায়তন থেকে শহরে বর্ণাঢ্য  র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এর আগে  আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু।

Magura Kanthobithy 1000 tomo abbrity boithok pic 21 april 17

সংগঠনের আহবায়ক মাজহারুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিহির লাল কুরি, সাংবাদিক হোসেন সিরাজ, অলক বোসসহ অন্যরা।  আমন্ত্রিত অতিথিরা হাজার সপ্তাহ পালন উপলক্ষে কেক কাটেন ও সুভ্যেনির এর মোড়ক উন্মোচন করেন। বিকালে স্মৃতিচারণ, সাংগঠনিক কর্মসূচির পর সন্ধ্যায় কণ্ঠবীথির শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এ্যাড. মোখলেসুর রহমান।

গত উনিশ বছর ধরে প্রতি শুক্রবার কণ্ঠবীথি নিয়মিত সাপ্তাহিক আবৃত্তি বৈঠকের আয়োজন করে আসছে। দীর্ঘ দীর্ঘদিন নিয়মিত আবৃত্তিচর্চার মধ্য দিয়ে সংগঠনটি দেশ বরেণ্য অনেক আবৃত্তি শিল্পী উপহার দিয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় আবৃত্তি উৎসবসহ বিদেশেও বেশ কয়েকটি আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করেছে সংগঠনটির শিল্পীরা।

রূপক/মাগুরা/২১ এপ্রিল ১৭