তাছিন জামান,স্টাফ রিপোর্টার,মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাস ঘুরে বছর, আর বছর ঘুরে এলো শারদীয় দূর্গা পূজা। দূর্গা পূজা উপলক্ষ্যে মাগুরা জেলার সকল হিন্দু ধর্মাবলম্বীদেরকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোহাম্মাদ সালাউদ্দিন আহম্মেদ। তিনি এক শুভেচ্ছা বার্তায় মাগুরা বার্তা কে বলেন, এই মহা উৎসব উপলক্ষ্যে ‘অত্যাচারী অসূরকে ধবংস করার জন্যে ইহলোকে দেবী দূর্গা আবির্ভূত হন। সকল অন্যায়, অবিচার, অনাচার ও সমাজকে সকল নিপীড়ন থেকে বাঁচানোর জন্যেই দূর্গা এ ধরায় এসেছিলেন বলে আমরা বিভিন্ন বইপুস্তকে ও হিন্দু ধর্মের অনুসারীদের কাছ থেকে জানতে পেরেছি। তাই (সনাতন) হিন্দু ধর্মের সবাই ব্যাপক উৎসাহ. উদ্দীপনা ও আয়োজনের মাধ্যমে প্রতিবছর এই দূর্গা পূজার আয়োজন করে থাকেন। আর এই উৎসবে দূর্গা ভক্ত বাংলার প্রতিটি ঘর ভরে উঠুক পূজার অনাবিল আনন্দে ও নতুন প্রত্যয়ে জেগে উঠুক সকলে এই কামনা করছি। আপনারা সবাই সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন করুন মন থেকে এই কামনা করছি। আসুন আমরা মাগুরার সকল ধর্মের লোক একত্রিত হয়ে ভ্রাতৃত্ববোধের বন্ধন বজায় রাখি ও অত্যাচারী অসূর মুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাই মিলিতভাবে দেশের জন্য কাজ করি’।
জেলা স্বেচ্ছাসেক লীগের যুগ্নআহবায়ক সোহরাব হোসেন সবুজ মাগুরা বার্তার মাধ্যমে  সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং মাগুরা বাসীর উন্নয়নের রুপকার এ্যাড.সাইফুজ্জামান শিখর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোহাম্মাদ সালাউদ্দিন আহম্মেদ এর জন্য সনাতন ধর্মালম্বীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
রূপক /মাগুরা/ ২৯সেপ্টেম্বর ১৭