বিশেষ সংবাদদাতা
মাগুরার পারনান্দুয়ালীর ব্যাপারী পাড়ার মেয়ে বেনজীর হোসেন নিশি এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে।  সে ওই গ্রামের মো: আশরাফ হোসেন ও জাহানারা আহম্মেদের একমাত্র কন্যা ও মাগুরা পৌরসভার সাবেক ( ছয় নম্বর) ওয়ার্ড কাউন্সিলর মো: কুতুব উদ্দিনের ভাগনী।

ছোট বেলা থেকেই নিশি অত্যন্ত মেধাবী ছাত্রী।নিশির শিক্ষা জীবনের শুরু মাগুরা পি টি আই স্কুল থেকে। এরপর মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মাগুরা সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী নিশি এস এস সি ও এইচ এস সিতে কৃতিত্বের সাথে জিপিএ ( গোল্ডেন) পেয়ে 2010-2011 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে ভর্তির সুযোগ লাভ করে।

ছেলেবেলা থেকেই সংগীতের উপর নিশির আকর্ষণ ছিল প্রবল। সেই কারণে জেলা পর্যায় থেকেও মিলেছে অনেক পুরষ্কার। ক্রীড়া ক্ষেত্রেও সে ছিল সমান পারদর্শী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থী নিশির এই সাফল্যে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। মাগুরার এই কৃতি কন্যা আরও বহুদুর যাক। মাগুরাবার্তার পক্ষ থেকে তার জন্য রইল শুভ কামনা। 

সৌজন্যেঃ ফেসবুক পেজ- আমাদের পারনান্দুয়ালী