মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
দেশ মাতৃকার কল্যান ও বিশ্বশান্তি কামনায় ফরিদপুরের সদর উপজেলার চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১১৩ বছরের পুরাতন মহানামযজ্ঞ অনুষ্ঠান শেষ হয়েছে শুক্রবার। ৫ দিনব্যাপী এ নামযজ্ঞ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হয়।

গত রবিবার থেকে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠান  শুক্রবার ভোর রাতে অষ্টকালীন লীলা র্কীতনের মধ্যে দিয়ে শেষ হয়।

আয়োজনের উৎসব কমিটির সভাপতি সুনিল কুমার দাস জানান, অনুষ্ঠানে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ ও অষ্টকালীন গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। অনুষ্ঠানে শেষ দিন বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অষ্টকালীন গান পরিবেশন করেন যশোরের সুবোধ দাস, সাতক্ষীরার ঝর্না রানী ও চন্ডিপুরের গোপেশ মোহন্ত। উক্ত ৫দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ গান শুনেন এবং মহাপ্রসাদ গ্রহন করেন।

উল্লেখ্য গত ১১৩ বছর যাবত ফরিদপুরের চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই বৃহৎ ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।