বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
এদেশে এসে আমি খুব খুব খুব খুশি হয়েছি। আমি ভাবতেও পারিনি এদেশের মানুষ আমাকে এতটা আপন করে নেবে। আমার স্বামীর পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্য এমনকি প্রতিবেশীরাও আমাকে নিজের পরিবারের মানুষের মত করেই আদর করছেন।ভালবাসছেন।1তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। মনেই হচ্ছে না সুদুর অস্ট্রেলিয়া থেকে নিজের পরিবার ছেড়ে আমি বাংলাদেশের মাগুরা নামের একটি ছোট্ট শহরে এসেছি। আমার স্বামীর পরিবারের পাশাপাশি আত্মিয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে খুব আপন করে নিয়েছে। বিশেষ করে শিশুরা আমাকে তাদের বন্ধুর মত আপন করে নিয়েছে। ওদের সাথে নাচ করেছি, সেলফি তুলেছি। খুব খুব খুব আনন্দ করছি।
2
বলছিলেন সুদুর অষ্ট্রেলিয়া থেকে মাগুরায় বাঙ্গালী ঘরের বধু হয়ে আসান ক্যাথরিনা। পারিবারিকভাবে সবাই ওকে ক্যাথি বলেই ডাকে। মাগুরা শহরের কলেজ পাড়ার ছেলে কাজী মারুফুজ্জামান চন্দন সম্প্রতি ক্যাথরিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শনিবার সন্ধ্যায় কলেজ পাড়ায় তার বাসভবনে এক আনন্দঘন পরিবেশে এক বধু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাগতম হে বিদেশীনি। মাগুরাবাসির পক্ষ থেকে বঙ্গদেশে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুভ কামনা। তোমাদের যুগল সফল যাত্রা হোক। সুন্দর হোক।

রূপক আইচ/২৪ ডিসেম্বর’১৬