রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১৪টি অনার্স বিভাগে মঙ্গলবার (১৫ নভেম্বর) একযোগে নবীন বরণ করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাহাজ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীদের ফুল দিয়ে ও ছাত্র শিক্ষক পরিচিতির মধ্য দিয়ে এ নবীন বরণ সম্পন্ন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আমীর হোসেন।

এ উপলক্ষে কলেজের  দর্শণ বিভাগের আয়োজনে ১৯৪০ সাল থেকে এ পর্যন্ত মাগুরা সরকারি কলেজের ধারাবাহিক সংক্ষিপ্ত ইতিহাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন কলেজের দর্শণ বিভাগের প্রভাষক খান শফিউল্লাহ।

15065013_324028764646446_2132820820_o

প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও দর্শণ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপত মো: আলাউদ্দিন উপস্থিত ছাত্রছাত্রীদের নিজ ডিপার্টমেন্ট ও ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি কলেজের সকল ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উপর গুরুত্ব দেন।