বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে ত্রাণ বিতরণ করেছে   কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক টিম।

মাগুরার নিটকটবর্তী রাজবাড়ি জেলার  দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের ১ হাজার দুর্গত পরিবারের মধ্যে তারা চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন জরুরী উপকরণ বিতরণে নেতৃত্ব দেন  মাগুরার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত।

সৈকত মাগুরাবার্তাকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের ৮টি দল দেশের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় এভাবে ত্রাণ কার্যক্রম শুরু করে। এরই অংশ হিসেবে আমরা গোয়ালন্দ এলাকায় যাই। দেশের যে কোন দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ এভাবে দুর্গতদের পাশে এসে বরাবরের মত তাদের সেবায় কাজ করে আসছে। এ অঞ্চলের হাজার হাজার মানুষ ভয়াবহ বন্যা ও নদী ভাঙ্গনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। 

12640225_1328842290474991_6151939244748500333_o

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মন্ডল দৌলতদিয়া লঞ্চঘাট হতে এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ, মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, সজিব বিশ্বাস, আইন সম্পাদক আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ’৭১ হলের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির রাসেল আহম্মেদসহ অন্তত ১৫ জন নেতাকর্মী ত্রাণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম বাতেন, সহ সভাপতি ইনামুল হক লিটন, পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, রাজবাড়ীর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. এরশাদ ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক রুবেলসহ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের সঙ্গে ত্রাণ কার্যক্রমে অংশ নেন।