যান্ত্রিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধান রোপনে উদ্বুদ্ধ করতে মাগুরার মহম্মদপুর উপজেলার তল্লাবাড়ি গ্রামে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে তল্লাবাড়ি গ্রামের কৃষকদের হাতে কলমে ক্ষেতে চারা রোপন পদ্ধতি দেখানো হয়।
পরে তল্লাবাড়িয়া কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক চন্ডিচাস কুন্ডু বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইরি’র ফিড দ্যা ফিউচার বাংলাদেশ রাইস ভ্যালু চেইন প্রজেক্টের চিফ অফ পার্টি ট্রিমোথি রাসেল, মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, কৃষক আইয়ুব আলি সহ অন্যান্যরা।
এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের সময় ও অর্থের অপচয় রোধের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।