স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরার শালিখায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী দেয়াল পত্রিকা প্রতিযোগীতা । পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায়, জাগরণী চক্র ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কর্মসূচীর আওতায়, সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দেয়াল পত্রিকা ও পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস।

প্রতিযোগীতায় ধনেশ্বরগাতী ইউনিয়নের ৬ টি স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় সরস্বতী স্কুল এন্ড কলেজ প্রথম, আমিয়ান মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয়, সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

পুরস্কার বিতরনী সভায় বক্তব্য রাখেন, জাগরণী চক্র ফাউন্ডেশন যশোর অফিসের পাবলিক রিলেশন অফিসর কাজী হাসিব নেওয়াজ, শালিখা এরিয়া ম্যানেজার মোঃ মাসুদুর রহমান, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী ইমদাদুল ইসলাম,ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর বিশ্বাস, বিহারী লাল ডিগ্রী কলেজের রমেশ চন্দ্র বাইন, আমিয়ান স্কুলের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস, থৈপাড়া স্কুলের প্রধান শিক্ষক অলিভ কুমার বিশ্বাস, আলাউদ্দীন আল আজাদ, সুভাষ চন্দ্র বিশ্বাস, নৃপেন্দ্রনাথ রায়, অশোক বিশ্বাস, শিক্ষার্থী প্রিতম বিশ্বাস, পার্থ চ্যাটার্জী, বৈশাখী বিশ্বাস, মোছাঃ লিমা খাতুন, সাথী বিশ্বাস, স্মৃতি বিশ্বাস, আঃ কাদের, প্রিন্তি বিশ্বাস সহ অন্যরা।

 

 

রূপক আইচ-২৬আগস্ট ১৬