Long March Meeting

স্টাফরিপোর্টার

আগামী ১০ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকা থেকে রামপাল অভিমুখে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন রক্ষা লং মার্চ উপলক্ষে মাগুরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে শহরের আইনজীবীসমিতির মিলনায়তনে ওহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমিটির কেন্দ্রীয় নেতা কমরেড. লায়েকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কমিটির অন্যতম নেতা কমরেড. খালেকুজ্জামান লিপন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. কাজী তারিফুজ্জামান, বিকাশ মজুমদার, শরীফ তেহরান আলম টুটুল, এটিএম আনিসুর রহমান ও অন্যরা।

সভায় জানানো হয়- লং মার্চ মাগুরায় যাত্রাবিরতী ও সভা করবে । এ সময় এ অঞ্চলের সব জেলা থেকে দেশপ্রেমিক মানুষকে লং মার্চের সাথে যাওয়ার আহবান জানান নেতৃবৃন্দ। তারা জানান- রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরী হলে আগামী ৫০ থেকে ৭০ বছরের মধ্যে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।