বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় পবিত্র কোরবানিকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বিসিক মাগুরা জেলা কার্যালয়ে এর পক্ষ থেকে কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সঠিক কৌশল ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ করা হয়েছে। দুপুরে মাগুরা শহরের ইটখোলাবাজারে বিসিক মাগুরার কর্মকর্তাবৃন্দ ৫০ জন ক্রেতার মাঝে বিনামূল্যে গরুপ্রতি ৭কেজি ও ছাগলপ্রতি ৪ কেজি লবন এবং এ সংক্রান্ত লিফলেট বিতরণ করে। বিসিক এর মাগুরা জেলার উপ-ব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন, প্রমোশন অফিসার ওবায়দুর রহমান, একাউন্টস সহকারি শেখ মাসুদুর রহমানসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রনালয়ের সহায়তায় দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য চামড়া রক্ষণাবেক্ষণে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
বিসিক মাগুরা জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন জানান- দেশের অন্যতম রপ্তানি পণ্য চামড়া। পবিত্র কোরবানিকে উপলক্ষে করে স্বল্প সময়ে সবচেয়ে বেশী চামড়া এ সময় সংগ্রহ করা হয়। এসব চামড়া সঠিকভাবে ছাড়ানো ও রক্ষণাবেক্ষণের জন্য ক্রেতা পর্যায়ে সচেতনতা তৈরী করতে এ প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে শিল্প মন্ত্রনালয় ও বিসিক। তিনি বলেন, ক্রেতারা সচেতন হলেই মানসম্মত চামড়া আহরণ করা সহজ হবে এবং তা রপ্তানি করে কাংখিত বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব হবে।
মাগুরা/৭ জুলাই ২২