বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য আজ শনিবার পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে। সকাল থেকে শহরের নোমানী ময়দানে একত্রিত হয়ে পদ্মাপাড়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন জেলা প্রশাসক ড আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ বিভিন্ন অফিস এর প্রধান ও সকল স্তরের জনসাধারণ । পরে একটি বণ্যাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বিভিন্ন সরকারি, বেসরকারি ও রাজনৈতিক সংগঠনের সদস্যসহ শহরের স্কুল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলী এ শোভাযাত্রায় অংশ নেন। এ উপলক্ষে বিকেলে অনুষ্ঠিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রূপক / মাগুরা / ২৫ জুন ২২