বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
দীর্ঘ বছরের অপেক্ষার পর মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী ও লক্ষীকান্দর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পৌর শিশু পার্ক। প্রায় ৪ একর জায়গার উপর প্রতিষ্ঠিত নবগঙ্গা ও কুমার নদীর সংযোগস্থলে প্রতিষ্ঠিত এ নয়নাভিরাম পার্কটির নাম রাখা হয়েছে শেখ রাসেল পৌর শিশু পার্ক। বৃহস্পতিবার বিকেলে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে এক উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, নির্মাণ সংস্থা এলজিইডির ইউজিপ-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক এ,কে, এম রেজাউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, আওয়ামীলীগ নেতা মুন্সী রেজাউলহক সহ অন্যরা।20220623_182933 পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসন মাকুলের সঞ্চালনায় সভা থেকে জানানো হয়- বাংলাদেশ সরকার, এডিবি ও ওফিড এর সহায়তায় এলজিইডির ইউজিপ-৩ প্রকল্প থেকে ১৯ কোটি দুই লক্ষটাকা ব্যয়ে এ শিশু পার্কটিতে ২টি পিকনিক স্পট, ২টি কিচেন, বিশ্রামের জন্য ২টি কটেজ, শিশুদের খেলাধুলার জন্য ২টি প্লেগ্রাউন্ড, বিশ্রামের জন্য পর্যাপ্ত সিট, ২টি মাল্টি সুইং দোলনা, ২টি স্পাইরাল স্লিপার, ৬টি নরমাল স্লিপার, ২টি সিসও, ৩০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি মিনি ট্রেন, ১৬সিটের প্যারাট্রোপার, ৬সিটের ইলেকট্রনিক বাম্পার কার, ৩২ সিট বিশিষ্ট হানি সুইং, ২০সিট বিশিষ্ট মেরি গো রাইড, ৩২ সিট বিশিষ্ট ৪০ ফিট উচ্চতার ওয়ান্ডার হুইল, একাধিক পাবলিক টয়লেটসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য অত্যাধুনিক জেনারেটর। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশের কারণে এখানে জেলার অভ্যন্তর ছাড়াও জেলার বাইরে থেকেও অনেকেই পিকনিক করতে আসবেন বলে আশা করেন তারা। এ পৌর পার্ক ও পিকনিক স্পটটি এ এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে বলে আশা করেন বক্তারা। প্রথম দিনেই শতশত শিশু এ পার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দ প্রকাশ করেন।

মাগুরা/ ২৪ জুন ২২