Main Menu

মাগুরায় জেলা কৃষক দলের পকেট কমিটি গঠনে জেলা বিএনপিতে অসন্তোষ

krishok dol

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বিএনপি নেতা মনোয়ার হোসেন খানের ব্যক্তিগত কর্মচারিকে আহবায়ক আর ড্রাইভারের ছোটভাইকে সদস্যসচিব করে জেলা জাতীয়তাবাদি কৃষক দলের পকেট আহবায়ক কমিটি গঠন করায় মাগুরার বিএনপির রাজনীতিতে অসন্তোষ দেখা দিয়েছে । কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে প্রকৃত ও ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে মনগড়া কমিটি ঘোষণা করানোয় জেলার সিনিয়র নেতারা নানা মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা নেতা জানান- জাতীয় সংসদের বিরোধীদল জাতীয়তাবাদী দল বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমুলের বিভিন্ন সাহসী কার্যক্রম করতে প্রয়াস পাচ্ছে। নানা প্রতিকুলতা নিয়ে ঘুরে দাড়ানোর চেষ্টার মধ্যে বিরোধী দলীয় রাজনীতির সাথে নুন্যতম যোগাযোগ না রাখা সুবিধাবাদিদের নিয়ে এ ধরনের মনগড়া কমিটি দলটির সাধারণ নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। গত ২১জুন ওই দুজনেরসাথে মাগুরা জেলা কমিটির ৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাগুরা জেলা কৃষক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে মোঃ রুবাইয়াত হোসেন কে আহ্বায়ক,মোঃ জাহাঙ্গীর আলম সদস্য সচিব এবং এ্যাড, মিজানুর রহমান মণ্ডলকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে করে মাগুরা জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সিনিয়র নেতা সাংবাদিকদের কাছে নানা মাধ্যমে জানান, আন্দোলন-সংগ্রামে আমরা যাদের সবসময় মাগুরায় পেয়েছি তারাই আজ পদবঞ্চিত হয়েছেন। একটি কুচক্রী মহল নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য কেন্দ্র থেকে এই কমিটিকে অনুমোদন নিয়ে এসেছেন বলেও দাবি তারা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রনেতা ও বর্তমান সিনিয়র নেতা জানান, মাগুরা এক আসনের বিএনপি মনোনিত সাবেক সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খাঁনের ইঙ্গিতেই কেন্দ্র থেকে ত্যাগী নেতাদের বাদ দিয়ে তার নিজের সহকারী মোঃ রুবাইয়াত হোসেনকে আহ্বায়ক,তার ড্রাইভারের আপন ছোট ভাই মোঃ জাহাঙ্গীরকে সদস্য সচিব ও ভায়রার জামাইয়ের ছোট ভাইকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। এই কমিটি ঘোষণার পর মাগুরা জেলা জাতীয়তাবাদী বিএনপি দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মিরাও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা প্রকৃত ত্যাগী নেতাদের নিয়ে জেলা জাতীয়তাবাদি কৃষক দল গড়ার দাবী করেন। অন্যথায় যে কোন সময় জেলায় দলের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিতে পারে বলে জানান তারা।

মাগুরা/ ২২ জুন ২২


Comments are Closed