বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আজিজুর রহমান আজিজ ছিলেন একজন সত্যিকারের মুক্তবুদ্ধির, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল মানুষ। অদম্য ইচ্ছাশক্তি, নির্লোভ মানসিকতা আর পরপোকারই ছিল তার অন্যতম গুন। জীবদ্দশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চিত্রাংকন প্রশিক্ষণ ও মুক্তিযুদ্ধের গল্প বলা কর্মসূচীর মাধ্যমে তিনি মাগুরায় ইতিহাস সৃষ্টি করেন। যা মাগুরার মানুষ চিরদিন মনে রাখবে। অন্যদিকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার সাথে সদাহাস্যোজ্জ্বল এ মানুষটি ছিলেন আপাদমস্তক একজন বিনম্র ভদ্রলোক। আজ (শনিবার) সন্ধ্যায় মাগুরায় বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আজিজুর রহমান আজিজ এর স্মরণসভায় এসব কথা বলেন আলোচকরা । বিকালে শহরের সৈয়দ আতর আলী গনগ্রন্থাগারে সপ্তক সাহিত্য চত্রু ও পরিবর্তনে আমরাই যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে । সভায় সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম বিশ^াস, পরিবর্তনে আমরাই এর প্রধান উপদেষ্টা এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপক আইচ, চিত্রশিল্পী শামসুজ্জামান পান্না, কবি অনিল দে মনি, গাঙচিল সাহিত্য সংসদের সহ-সভাপতি বলরাম বসাক,মুক্তিযোদ্ধা আব্দুল রহমান,রওশন আলী, কবি শিকদার ওয়ালিউজ্জামান প্রমুখ । সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আজিজুর রহমান আজিজের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন।
রূপক / মাগুরা / ১৯ জুন ২২