বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় জেলা প্রশাসনের মাধ্যমে এডিপির সকল প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশকে অযৌক্তিক দাবী করে মানববন্ধন করেছে বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী ২২) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে জেলার বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আবু বকর সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আমিনুল ইসলাম ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মঞ্জুরুল ইসলামসহ অন্যরা। সভা থেকে জানানো হয়, প্রকৌশলীদের কাজ যদি প্রশাসনের কর্মকর্তাদের উপর ন্যাস্ত করা হয় তাহলে মাঠ পর্যায়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার সমুহ সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে সকল উন্নয়ন প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে সেগুলি নানাভাবে ক্ষতিগ্রস্থ ও ব্যাহত হয়ে পড়তে পারে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য তারা গত ১৮ জানুয়ারী জন প্রশাসন মন্ত্রনালয়ের জারিকৃত এ সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।

রূপক /মাগুরা /১০ ফেব্রুয়ারী ২২