স্টাফ রিপোর্টার

ভারতীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত কিরণ মালা ধারাবাহিক নাটক দেখতে না দেওয়ায় মাগুরা মহম্মদপুরের শারমিন (১৪) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। সে ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ।  

গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

শারমিন ধোয়াইল গ্রামের সাকেন ফকিরের মেয়ে ও ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী।

অসুস্থ্য শারমিনের আত্মীয়রা জানান- প্রতিদিনের মত ওই রাতে সে স্টার জলসা চ্যানেলে কিরণ মালা টিভি সিরিয়াল দেখছিল। এ সময় তার মা তাকে দেখতে  বকুনি দিয়ে টিভি বন্ধ করে দেন। কিরনমালা দেখতে না পেয়ে ও মায়ের বকুনি খেয়ে  অভিমান করে  সে জমিতে ব্যবহারের জন্য আনা কিটনাশক (থায়োডন) পান করে। গুরুতর অসুস্থ্য অবস্থায় ওই রাতেই তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাজী আবু আহসান জানান- রাতেই তার পাকস্থলী থেকে বিষ বের করা হয়েছে।  তবে ৭২ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছেনা। তার অবস্থা আশংকাজনক।