শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
রাতের আধাঁরে দুর্বৃত্তরা মাগুরার শ্রীপুর উপজেলার ১ নং গয়েসপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামে একটি মন্দির থেকে সরস্বতী মূর্তি ভাংচুর করেছে। গত রোববার দিবাগত রাতে কে বা কাহারা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।
গয়েসপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি কানাইলাল সরকার সোমবার (৮ মার্চ) সকালে জানান, প্রতিবছর সরস্বতী পূজা শেষে প্রতিমাা মন্দিরে রেখে দেওয়া হয়। পরের বছর দুর্গা পূজার পূর্বে মূর্তি বিসর্জনা দিয়ে দুর্গা পূজা করা হয়। এবারেও পূজা শেষে সরস্বতী প্রতিমাটি মন্দিরে রেখে দেওয়া হয়েছিল। গত রোববার রাতে কে বা কাহারা মন্দিরে ঢুকে সরস্বতী মূর্তিটি মন্দির থেকে বের করে এনে পাশের রাস্তায় ওপর ভাংচুর করে ফেলে রেখে যায়। সোমবার সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা রাস্তার ওপরে মূর্তিটি ভাঙাচোরা অবস্থায় দেখতে পায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো: আলী আহেমেদ মাসুদ বলেন, খবর শোনা মাত্রই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে দোষীদের খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

শ্রীপুর/ মাগুরা/ ০৮ মার্চ ২০২১