বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
চতুর্থ বারের মত শপথ নেওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন মাগুরা পৌরসভার এবারসহ চারবারের নির্বাচিত মহিলা সংরক্ষিত কাউন্সিলর ( ১,২,৩ নং ওয়ার্ড ) ও প্যানেল মেয়র-২ মোছাঃ ছোবেতারা বেগম মনিরা (৬৫) । তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিরও দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে( সি এম এইচ ) মারা যান তিনি। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন) মাগুরা পৌরসভায় মোট চারবার নির্বাচিত কমিশনার হিসাবে তিনি বেশ জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। প্রয়াতের মেয়ে সৈয়দ লুবনা জাহান মুন্নি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। সোমবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় তাকে ঢাকায় সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্য কেন্দ্রে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার ভোরে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচনেও তিনি অসুস্থ্য অবস্থায় প্রচারনায় তেমন অংশ গ্রহন না করতে পারলেও সকল সংরক্ষিত কাউন্সিলরদের ভেতরে সর্বচ্চ ১২ হাজার ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দী অপর দুই প্রার্থী মিলে পান তার থেকে অর্ধেক এর কম ভোট । মরহুমা ছবেতারা বেগমের জানাজা বুধবার বেলা ১১টায় রায়গ্রাম ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে সবেতারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ মাগুরা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেত্রকার্মীরা।

মাগুরা/২ ফেব্রুয়ারী ২০২১