বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
সুপ্রভাত  বাংলাদেশ,মাগুরার নবগঠিত কমিটির সাধারণ সভা ও পরিচিতি অনুষ্ঠান আজ  ০৭ নভেম্বর ২০২০ শনিবার রাতে  স্থানীয় শ্রাবণী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।  সভায় নবগঠিত কমিটির পরিচিতি এবং নবগঠিত কমিটির অভিষেকসহ  সুপ্রভাত গৃহীত এবং বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন ও অনুমোদন, ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।  মো: ফারুক রেজা ঝন্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো: আনিসুর রহমান খোকন, সহ-সভাপতি-২: মো: শাহিদুল ইসলাম টুটুল ফকির, সাধারণ সম্পাদক: খান শফি উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক: মো: মুস্তাফিজুল হক পান্নু, সাংগঠনিক সম্পাদক মো: আসাদুর রহমান, অর্থ সম্পাদক: মো: ওয়াহিদুজ্জামান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিকাশ কুমার বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক: মো: আলমগীর কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: রুপক আইচ, কার্যনির্বাহী সদস্য: ১। আহাম্মদ আল হোসেন ২। মো: ফারুক হোসেন ৩। মো: আমিরুজ্জামান ৪। মো: আবু সাঈদ ৫। মো: বেলায়েত হোসেন ৬। আবুল কালাম আজাদ ৭। সন্দীপ বিশ্বাস ৮। মো: নুরুজ্জামানসহ অন্যলা। সভা তেকে  ১। মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, ২। পংকজ কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা ৩। দেবব্রত দে, অধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা ৪। আশরাফুল আলম বাবুল ফকির, চেয়ারম্যান, রাঘবদাইড় ইউনিয়ন কে উপদেষ্টা করে  উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

বক্তারা বাঙালি জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দুই লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের আদর্শে বিশ্বাসী মাগুরার ঐতিহ্যবাহী শরীরচর্চা ভিত্তিক সামাজিক সংগঠন সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা হিসেবে কর্মকান্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। সুপ্রভাত বাংলাদেশ মাগুরা নিয়মিত শরীরচর্চার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।  সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশও করণা মহামারীর সংকট মোকাবেলা করে অগ্রসর হচ্ছে।   এ অবস্থায় বাংলাদেশ করণা সংকটের শুরু থেকেই জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় করে সুপ্রভাত বাংলাদেশ মাগুরাও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।  যেমন- হাত ধোয়া কর্মসূচি, জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, শহরের বিভিন্ন লোকেশনে স্টিকার লাগানো, মত বিনিময় ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করেছে।  বজ্রপাত নিরোধক কল্পে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মাগুরার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সড়কের দু’পাশে ১২ হাজার ৫০ টি তাল বীজ রোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। যা বিভিন্ন টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং জনসাধারণের ব্যাপক প্রশংসা পেয়েছে।  বাঙালি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে প্রতি মাসের শেষ শুক্রবার “সুপ্রভাত বৈঠকি” নামে একটি সাহিত্য আড্ডা পরিচালিত হচ্ছে। • অর্থাৎ সুপ্রভাত বাংলাদেশ মাগুরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষা, বিনোদন, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, সাড়ম্বরে বিভিন্ন জাতীয় দিবস পালনে সক্রিয় অংশগ্রহণ করে আসছে বলে জানান বক্তারা।

 

রূপক/ মাগুরা/৭ নভেম্বর ২০২০