মাগুরার বাউল লালন ফকিরের তিরোধান দিবস পালন

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শহরের দরি মাগুরা সাহা পাড়া আখড়াবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল মাগুরার অন্যতম বাউল সাধক লালন ফকিরের ৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লালন উৎসব। জেলার শ্রীপুরে জন্মগ্রহণকারী এ বাউল সাধক ৫৩বছর আগে মাগুরা শহরতলীর দরি মাগুরায় এসে বসবাস শুরু করেন। নিজ বাড়ির ভেতরে ৮শত জমি দান করে তিনে একটি বাউল আশ্রম প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের মাঝে যা আখড়াবাড়ি হিসেবে পরিচিত। বাংলা ১৩৯১ সালের ২০কার্তিক (১৯৮৪)এ বাউল সাধক প্রয়াত হন। আজ বৃহস্পতিবার রাতে লালন ফকিরের প্রতিষ্ঠত আখড়াবাড়িতে অনুষ্ঠিত এ উৎসবে কুষ্টিয়ার ফকির লালন সাই এর অনুসারি এ সিদ্ধ পুরুষ মাগুরার লালন ফকিরের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। উৎসব উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে লালন অনুসারিরা আসেন আখড়াবাড়িতে। পরে তারা লালন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রয়াত লালন ফকিরকে স্মরণ করেন।
রূপক/ ৫নভেম্বর ২০২০
« লাখ দর্শকের উপস্থিতিতে মহম্মদপুরে বিহারী লাল শিকদার নৌকা বাইচ সম্পন্ন (Previous News)
Comments are Closed