বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় বাউল সম্রাট লালন শাহ এর ১৩০ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মারণ উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী। আজ শনিবার (১৭ অক্টোবর ২০২০) সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের আয়োজন করা হয়। মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে উদ্বোধন করেন।
পরে স্থানীয় বিভিন্ন বাউল শিল্পীরা প্রথম সমবেতকন্ঠে লালন সংগীত ও পরে সংগীত শিল্পী বাউল নিজাম উদ্দিন লালনী, বিমল বাউল, বাউল নায়েব আলী, বাউল রথিন মিত্র, বাউল ফকর উদ্দিন, আলফি রেজা, কাব্য শিকদার, শ্রাবনি মৈত্র,বাউল ডলি, বাউল আব্দুল রহিম, বাউল সাগর, বাউল রাসেল, বাউল শাহনাজ বেগম, বাউল নবেল শিকদার, বাউল জাকির, বাউল হাসান, বাউল ক্ষেপা সালমা, বাবুল বাউল, বাউল বিশারত মন্ডলসহ শিল্পীরা একের পর এক বাউল স¤্রাটের মরমি সংগীত পরিবেশন করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। একতারা, দোতরা, বাশি, ঢোল আর হারমনিয়ামসহ বিভিন্ন দেশী বাদ্যযন্ত্রের সাথে মরমি সাধকের অসাম্প্রদায়িকতা আর মানবতার বাণি ও সুরে মুখরিত মিলনায়তনে বিভিন্ন বয়সের প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।

 

রূপক ,মাগুরা,১৭ অক্টোবর ২০২০