বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা  
মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামে কক্সবাজারের টেকনাফ থেকে কৌশলে পেটের মধ্যে করে ইয়াবা পাচারের সময় রাশেদুল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পেটের ভেতরে করে আনা ২শ ৭৬পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়- মাগুরা পুলিশের এসআই মোঃ লায়েকুজ্জামান ও এসআই মোঃ মাসুদুর রহমান,এর নেতৃত্বে এএসআই আঃ আলীম, এএসআই মোঃ মামুন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীপুর থানা এলাকায় মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে শ্রীপুর থানার সোতাতুন্দী গ্রামে আলীম শেখ এর মেহগনি বাগান হতে মোঃ রাশেদুল কে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মকবুল হোসেন এর ছেলে। জিজ্ঞাসাবাদে রাশেদুল জানায়, সে টেকনাফ থেকে তার সহযোগী কাজল (৩২), পিং-আলম, সাং-তারাউজিয়াল, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা এর সহায়তায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কালো টেপে মুড়িয়ে কৌশলে পেটের মধ্যে করে বহন করে নিজ এলাকা সোনাতুন্দীতে নিয়ে আসে। বেশ কিছু ইয়াবা ট্যাবলেট নিয়ে কাজল পলাতক আছে। কাজল কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এক পর্যায়ে রাশেদুলের প্রকৃতির ডাকে সাড়া পেলে স্থানীয় লোকজনের সামনে রাশেদুল মলত্যাগ করে যাহার মধ্য ৫টি কালো টেপে মোড়ানো ২শ ৭৬পিস ইয়াবা ট্যাবলেটের প্যাকেটের মধ্যে পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

রূপক /মাগুরা /১৪ অক্টোবর ২০২০