বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
দীর্ঘ ২৭ বছর পর মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আবুল কালাম আজাদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে কাউন্সিল উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুন্সি রেজাউল হক, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।
কাউন্সিল উদ্বোধনকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন,‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মূল লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন। আওয়ামীলীগের নেতা কর্মীরা দেশের উন্নয়নের জন্যই রাজনীতি করেন। দলের ত্যাগি নেতাকর্মীরাই দলের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার পাশাপাশি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবেন।’
কাউন্সিল শেষে আবুল কালাম আজাদকে সভাপতি ও হুমাউনুর রশিদ মুহিতকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু। এ সময় তিনি আগামী এক সপ্তাহের মধ্যে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হবে বলে জানান।

রূপক/মাগুরা /২৭ জুন ১৯