বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালীসহ নানা আয়োজনে রবিবার সকাল থেকে বাংলা ১৪২৬ সালকে বরণ করা হয়েছে।
এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মুক্ত মঞ্চে গানে গানে বৈশাখ বরণ করে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা।
ফারুক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুর রহমান খোকন।এ সময় সংগঠনের শিল্পীরা সংগীত নৃত্য পরিবেশন করে। পরে সকলে মিলে চিড়া-দৈ-মিষ্টিতে আপ্যায়ন সম্পন্ন করে।
এদিকে সকাল ৮টায় জেলা প্রশাসনের নেতৃত্বে বের হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রায় সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক আলী আকবরসহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ নেতৃত্ব দেন। র‌্যালীতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য সাজে অংশ নেয়। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন আয়োজনে বৈশাখ বরণ করে।

রূপক /মাগুরা /১৪ এপ্রিল ১৯