মাগুরায় ট্রাকের চাপায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলার নলদাহ গ্রামে আজ সোমবার সকালে ইট বোঝাই ট্রাকের চাপায় তমাল বিশ্বাস(১৭) নামে মোটর সাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে আড়াইশত গ্রামের প্রয়াত তন্ময় বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান- পার্শ্ববর্তী হাজিপুর কলেজের এ বছরের উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী তমাল বিশ্বাস সকাল ১০ টার দিকে কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় নলদাহ গ্রামে একটি মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা ইটবাহি একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। তার মাথার উপর দিয়ে ট্রাকের একটি চাকা উঠিয়ে দেয় বেপরোয়া চালক। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তমালের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা অপর এক কলেজ ছাত্র রবিউল ইসলাম । পরে স্থানীয়রা আহত ও নিহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । উত্তেজিত এলাকাবাসি ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।