শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘চারপাশে ময়লা নাই, এমন একটি দেশ চাই’ এই স্লোগান নিয়ে মাগুরার শালিখায়ও দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৮ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা সদরের আড়পাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গন ও আশপাশের এলাকায় পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সচেনতা বৃদ্ধিতে দেশ পরিস্কার রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষকবৃন্দ,সাংবাদিকবৃন্দ একদল তরুণ তরুণী পরিবর্তন চাই সংগঠনের ক্যাপ, ব্যাচ,মাস্ক, গ্লোভস, ঝাড়ু, বেলচা ও বিন ব্যাগ নিয়ে পরিছন্নতা অভিযানে অংশগ্রহণ করে। এছারাও অংশগ্রহণ কারীরা পরিবেশ পরিষ্কার রাখতে করণীয় শির্ষক লিফলেট বিতরণ করে । পরে সচেতনামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিবর্তন চাই সংগঠনের পক্ষ থেকে ১০০জন অংশগ্রহণকারীদের মাঝে স্বেচ্ছাসেবী সনদ পত্র বিতরণ করা হয়।s

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শালিখার উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। সভায় সভাপতিত্ব করেন, আড়পাড়া ডিগ্রী কলেজের উপধ্যক্ষ মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন পরিবর্তন চাই সংগঠনের শালিখা উপজেলা কমান্ডার প্রভাষক দেবব্রত কুমার দে দেবু। উপস্হিত ছিলেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এ ছাড়া আরও উপস্হিত ছিলেন ওই কলেজের সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মাগুরা/১৫ সেপ্টেম্বর ১৮