মাগুরা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন ডা. অলোক সাহা

রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদ্য প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ এর অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা. অলোক কুমার সাহা। রবিবার রাতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাগুরার সিভিল সার্জন ডা. মুন্সী মো. সাদুল্লাহ। এর মাধ্যমে মাগুরা মেডিকেল কলেজ এর কার্যক্রম আর এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই এ মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তি ও পাঠদান শুরু হবে। মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালের ৩য় তলায় আপাতত শিক্ষা কার্যক্রম চলবে। পরবর্তীতে একটি মেডিকেল কলেজ হাসপাতালসহ পরিপূর্ণ অবকাঠামো নির্মাণ হবে।
মাগুরা/ ১০ সেপ্টেম্বর ১৮
« মাগুরায় তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক (Previous News)
(Next News) খালেদা জিয়ার মুক্তির দাবীতে মাগুরায় বিএনপি’র মানববন্ধন »
Comments are Closed