বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটর শিক্ষকদের আইসিটি বিষয়ক স্বক্ষমতা বৃদ্ধির জন্য ৩দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার (২৪ জুলাই ১৮) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে।     সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাসের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকার) প্রতিনিধি আশরাফ মাহমুদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানজিরা রহমানসহ অন্যরা।
৩দিনের কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শামসুজ্জামান সেলিম, ইমাম হোসেন, বিরাট কুমার, নিতিশ কুমার ও নার্গিস পারভীন। প্রশিক্ষণ কর্মশালায় কম্পিউটর এর সর্বশেষ প্রযুক্তির ব্যবহার, সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটিসহ সর্বশেষ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

মাগুরা /২৪ জুলাই ১৮