দেবব্রত দে, শালিখা, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় আজ মঙ্গলবার সকালে পথচারী নারীকে উত্যাক্ত করার অভিযোগে রকিব মোল্যা (২৫) নামে এক যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রকিব শালিখার শতখালী গ্রামের নাজিমুদ্দীন মোল্যার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়-অভিযুক্ত রকিব আড়পাড়া বাজারে শতখালী গার্মেন্টসের কর্মচারী। সে দীর্ঘদিন ধরে আড়পাড়া গ্রামের ওই নারীকে উত্যক্ত করে আসছিল। আজ সকাল এগারোটার দিকে ওই নারী অভিযুক্ত কর্মচারীর দোকানের সামনে দিয়ে যাওয়ার পথে আবারো তাকে উত্যক্ত করে যুবক। এ সময় অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার সুমি মজুমদার ঘটনাস্থলে পৌঁছালে বাদী ও স্থানীয়দের স্বাক্ষ্য প্রমাণ ও অভিযুক্তের জবান বন্দী নেন। আদালত ১৮৬০ দন্ড বিধির ৫০৯ ধারায় অভিযুক্ত রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন । শালিখা থানার ওসি মোঃ রবিউল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।