দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ যুবমন্ত্রী বীরেন শিকদারকে শালিখায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ যুবমন্ত্রী হিসেবে মনোনিত হওয়ায় রবিবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপিকে সংবর্ধনা দিয়েছে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে শালিখা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সহকারি পুলিশ সুপার(শালিখা সার্কেল) আবির সিদ্দিকী। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু, শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমোলেন্দু শিকদার, আওয়ামীলীগ নেতা রানা আমির ওসমানসহ অন্যরা।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনশ্বেরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ সামিটে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ যুবমন্ত্রী হিসেবে নির্বাচিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার এমপি। ইন্টারন্যাশনাল ইয়ুথ কমিটির চেয়ারম্যান জয়ন্ত পাত্র প্রতিমন্ত্রীকে শ্রেষ্ঠে যুব মন্ত্রীর পুরষ্কার প্রদান করনে।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে রবিবার বিকেলে প্রতিমন্ত্রী শালিখা উপজেলার আড়পাড়ায় প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা ব্যায়ে নির্মিতব্য উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়সাল আহমেদ, অনুপ কুমার সাহা, জেলা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক রফিকুল ইসলামসহ অন্যরা।
রূপক আইচ/ মাগুরা /১৮ মার্চ ১৮
Comments are Closed