গঙ্গরামপুর প্রসন্ন কুমার স্কুলের শত বর্ষ উদযাপন

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে।
শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে বর্ষপূর্তির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। পরে ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ হতে র্যালী বের হয়।র্যালী শেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওয়াহিদ-উন-নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমারদে, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শেখ ফিরোজ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র দে আরো বক্তব্য রাকেন অবসর প্রাপ্ত শিক্ষক রথিন্দ্রনাথ দাশ, কৃষ্ণ গোপাল ভট্টাচার্য প্রমুখ।
আয়োজক কমিটির আহবায়ক ওয়াহিদ-উন-নবী জানান, ১৯০০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ বিদ্যায়টি প্রতিষ্ঠার পর থেকেই জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছে। শত বর্ষের উদযাপন উপলক্ষে দুই দিনের এই মিলন মেলায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়।
rupak/magura/9march18
« মুক্তিযোদ্ধা সাকাওয়াত হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন (Previous News)
(Next News) শিমুলিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মান কাজ শুরু »
Comments are Closed