বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার  অবৈধ ইটভাটার মালিকদের সাথে কোন প্রকার সক্ষতা না রাখা ও সেগুলিকে কোনক্রমেই চালু করতে দেয়া হবে না। একই সঙ্গে বৈধ ইটভাটার কাছ থেকে নিয়ম অনুযায়ী ট্যাক্স সংগ্রহ করবে ইউনিয়ন পরিষদ। এছাড়া যেসব এনজিও ট্যাক্স দেবে না সেগুলি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে অনুষ্ঠিত কর আদায় বিষয়ক সেমিনারে একথা জানান তিনি।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তা, ৩৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন এলজিএসপি কর্মকর্তা শামসুজ্জোহা, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, হুমায়ুনুর রশিদ মুহিতসহ অন্যরা।

এ সময় জেলা প্রশাসক বলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের কথা বলে যদি কেউ কোন ঘুষ দাবী করলে তাকে কঠোর হাতে দমন করা হবে। তিনি এ ব্যাপারে সকলের সচেতন অংশগ্রহণ আশা করেন।

রূপক আইচ/মাগুরা /৩১ অক্টোবর ১৭