তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহাম্মাদপুরে ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপলক্ষে উৎসবের আমেজে মেতেছে গোটা মহম্মদপুর উপজেলা। আজ সোমবার দুপুর ২ টা ৪৫ মিনিটে মধুমতি নদীতে নৌকা বাইচ ও ঝামা বাজারের পাশে নদীর পাড়ে ঐতিহ্যবাহী ঝামা মেলা অনুষ্ঠিত হবে। ঝামা মেলা কমিটি এ আয়েজন করেছে।মহাম্মদপরে মেলাকে ঘিরে এখন উৎসবের ঢেউ।

কয়েল বর্গ মাইল এলাকা জুড়ে দোকান পাট বসতে শুরু করেছে।মেলা প্রাঙ্গনে বাহারি পণ্য সাজিয়ে বসতে শুরু করেছে দোকানিরা। নৌকা বাইচ প্রতিযোগিতা আংশগ্রহণ করার জন্য মাগুরা, নড়াইল, ফরিদপুর, ঝিনাইদাহ, যশোর থেকে নৌকা এবং মাঝিরা আসতে শুরু করেছেন। ২০ টির বেশি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আয়োজক কর্তৃপক্ষ  জানিয়েছেন। মহাম্মদপুরের  সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত মাগুরাবার্তা  কে বলেন দীর্ঘ ২০০ বছরের ও বেশি মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও ঝামার মেলা হয়ে আসছে। প্রতিবছর দূর্গা পূজার বিজয় দশমির পরের দিন এ – নৌকা বাইচ ও ঝামার মেলা হয়ে থাকে। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন এ নৌকা বাইচের মেলায়। তিনি মাগুরার সর্ব স্তরের মানুষ কে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও ঝামার মেলায় দেখার জন্য আমন্ত্রন জানিয়েছেন।

রূপক /মাগুরা/ ১ অক্টোবর ১৭