বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশনের ২ দিনব্যাপী সাংগঠনিক সম্মেলন শনিবার টাঙ্গাইলের সন্তোষে শেষ হয়েছে। এ সম্মেলনে মাগুরা থেকে সারথী মাইম থিয়েটার এর পক্ষে অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক খান শফিউল্লাহ এবং নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক রূপক আইচ।
এ উপলক্ষে মাস্টার অব মাইম মার্সেল মার্সো স্মরণে শুক্রবার রাতে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে মুকাভিনয় প্রদর্শন করে পেন্টোমাইম মুভমেন্ট-চট্টগ্রাম, জেন্টেলম্যান পেন্টোমাইম-ঢাকা ও সাইলেন্ট থিয়েটার-চট্টগ্রাম এর শিল্পীরা। স্থানীয় রক্ষিত বেলতা “আমাদের বাড়ি”তে এ উপলক্ষে আয়োজিত আবাসিক সম্মেলনের প্রথম দিনে (শুক্রবার) সাংগঠনিক সম্প্রীতি, আঞ্চলিক অবস্থান ও কেন্দ্রের সাথে সম্পর্ক স্থাপন, সমন্বয় সাধন, বর্হিবিশ্বে মুকাভিনয় প্রদর্শণী ও প্রশিক্ষণের অভিজ্ঞতা বিনিময়, টাঙ্গাইলের সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময়, বাংলাদেশে মুকাভিনয় প্রযোজনার উপস্থাপন পদ্ধতি, অনুকরণ প্রবনতা ও সমসাময়িক বিশ্ব মুকাভিনয়, মুক নাটক রচনা, নির্মাণ ও থিয়েটার এবং দ্বিতীয় দিনে (শনিবার) চলমান মুকাভিনয় চর্চার সংকট ও উত্তরনের উপায়, মুকাভিনয়ের দেশজ ভাবনা ও নির্মাণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশনের সভাপতি জাহিদ রিপনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সভাপতি ইস্রাফিল আহমেদ রঙ্গন, মহাসচিব রিজোয়ান রাজন, প্রশিক্ষণ সম্পাদক রাজ ঘোষ, মিরাজ রেজা, উজ্জ্বল উচ্ছাস, প্রিন্স ভট্টাচার্য, আসবাবির রাফসান, মো: শরিফুল ইসলাম, মো: শাহিন শাওন, এস.এম ফেরদৌস, এস.এম তরিকুল ইসলাম, জুবায়েদ হাসান খান, মো: শহিদুল বাসার, আবু মুসা, মারুফ আহমেদ, মো: মেজবা উদ্দিন চৌধুরী, খান শফিউল্লাহ, রূপক আইচ, রফিকুল ইসলাম, মো: ইমরান হোসেন, শিশির শিকদার, মো: মাসুদুর রহমান, মো: মাহবুবুল আলম, মো: মোর্শেদ, রাফসান গালিব সহ অন্যরা।
২ দিনের এ সম্মেলন থেকে দেশে সুস্থ সংস্কৃতিক বিকাশে মুকাভিনয়কে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন বক্তারা। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ৩০টি মুকাভিনয় দল অংশগ্রহণ করেন।
রূপক/মাগুরা/ ২৪ সেপ্টেম্বর ১৭