বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করায় পল্লী সঞ্চয় ব্যাংক এর চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ডাঃ মকবুল হোসেন জীবন। আজ সোমবার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার আইনজীবি এ্যাড. কাজী সিরাজ উদ্দিন  মাগুরাবার্তাকে  জানান- গত ৭ আগস্ট বিকালে পল্লী সঞ্চয় ব্যাংক এর চেয়ারম্যান মিহির কান্তি স্বাক্ষী জসীম উদ্দিন সরকারকে ফেসবুকে পল্লী সঞ্চয় ব্যাংক নিয়ে স্ট্যাটাস দেয়ায় ফোন করে শেখ হাসিনার নামে অকথ্য ভাষায় আক্রমন করে। এ ঘটনা মিডিয়ার মাধ্যমে জেনে বাদী ডাক্তার মকবুল হোসেন আজ আসামীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, অসম্মানজনক ও মানহানিকর কথা বলায় প্রতিকার চেয়ে আদালতে ৫০০ ও ৫০৬(২) ধারায় এ মামলা করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো: ফিরোজ মামুন ওসি মাগুরা সদর থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন।

মামলার বাদী ডা. মোঃ মকবুল  হোসাইন জীবন মাগুরাবার্তাকে  জানান- মিহির কান্তি মজুমদার সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় করতে  মেবাইলে তার নামে অশ্লীল কথা বলেছেন। শেখ হাসিনার একজন ভক্ত হিসেবে আমি ক্ষুব্ধ হয়ে এ মামলা করেছি। আমার কাছে উপযুক্ত স্বাক্ষী ও প্রমাণ আছে।  আশা করি এ মামলায় আমরা ন্যায়বিচার পাবো।

রূপক আইচ, ২৪ অক্টোবর ১৬