মাগুরায় কালি মন্দিরের প্রতিমা ভাংচুর, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শহরের নতুন বাজার সাহা পড়ায় আজ মঙ্গলবার রাতে একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত সোহের মীর (৪৫) কে গ্রেপ্তার করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান , রাত ৮ টার দিকে শহরের নতুন বাজার সাহাপাড়ায় বাবলু সাহার পরিবারিক কালি মন্দিরের ভেতরে ঢুকে সোহেল মীর নামে এক মাদকাশক্ত যুবক শিব মূর্তির মাথা ভেঙ্গে কালি প্রতিমার মাথার লাগিয়ে দেয় এবং মন্দিরের ভেতরে আসবাবপত্র ভাংচুর করে। প্রতিমা ভাংচুরের শব্দ পেয়ে বাবলু সাহার স্ত্রী ও তার ছোট ভাইয়ের স্ত্রী কৌশলে মন্দিরের গেটে তালা লাগিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, তারা প্রতিমা ভাংচুরের দায়ে সোহেল নামে ওই যুবককে গ্রেপ্তার করেছেন। তার বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। গ্রেপ্তারকৃত সোহেল মাগুরা শহরের কাউন্সিল পাড়ার মৃত ইকু মীরের পুত্র।
মাগুরা প্রতিনিধি/১১ জুলাই ১৭
« মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস -২০১৭ পালন (Previous News)
(Next News) মাগুরায় গাঁজাসহ যুবককে গ্রেফতার করে ১৫ দিনের কারাদন্ড »
Comments are Closed