বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শালিখায় বুধবার রাতে কালবৈশাখীর ঝড়ো হাওয়া ও প্রচন্ড বর্ষণে আধা পাকা বোরো ধান ও সবজির ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে । বৃষ্টিতে বোরো ধান ও সবজীসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে ।
উপজেলার উজগ্রামের  আবু হোসেন, মমিন মোল্যাসহ একাধিক কৃষকে জানান ঝড় ও বৃষ্টিতে নিন্মাঞ্চালের বোারো ধান, তিল, উচ্চে, করলা, পটলসহ বিভিন্ন সবজীর ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে।  পুলুম গ্রামের কৃষক গোবিন্দ রজক জানান- তার চাষাবাদকৃত ৮বিঘা জমির প্রায় অর্ধেক ফসলই ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে এ মৌসুমে তিনি গুরুতর লোকসানের আশংকা করছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান- এ বছরে উপজেলায় ১১হাজার ২১০ হেক্টর বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে ১১শ হেক্টর ধানের ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে। এছাড়া বেশ কিছু এলাকার সবজি চাষও ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরুপনের কাজ চলছে।  ক্ষতিগ্রস্থ  কৃষকেরা তাদের লোকসান পুষিয়ে নেওয়ার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

দেবু/মাগুরা /২০ এপ্রিল ১৭