বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামে গতকাল রবিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো দুই জন। নিহতরা হচ্ছে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালি গ্রামের আবদুর রশিদ সরদার (৫০) ও তার ছেলে আবুল হাসান (২৫)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুুর দুইটার দিকে শালিখা উপজেলার শতখালি তানিয়া ব্রিকস নামে এক ইটভাটার কর্মচারিরা ইট তৈরির কাদামাটি মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় ভাটায় সংযোজিত বিদ্যুতের তার ছিড়ে পড়লে আবদুর রশিদ (৫০), তার ছেলে আবুল হাসান (২৫), মোঃ পিন্টু (২৫) এবং আলিম হোসেন (২৫) নামে চার ভাটা শ্রমিক বিদ্যুতায়িত হয়ে পড়েন।
দ্রুত তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবদুর রশিদ সরদার এবং ছেলে আবুল হাসানের মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস ওই দুজনের মৃত্যু নিশ্চিত করে জানান, বিদ্যুতস্পৃষ্ট পিন্টু নামে অপর এক শ্রমিকের চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কা জনক।

রূপক আইচ/মাগুরা /২৯ অক্টোবর ১৭