স্টাফ রিপোর্টার,মাগুরাবার্তা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ ইউনিয়নকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিমুক্ত ঘোষণা করলেন মাগুরা সদরের ৯নং চাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হাফিজার রহমান। গতকাল রবিবার দুপুরে সদরের ৯নং চাউলিয়া ইউনিয়ন পরিষদ ও চাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল থেকে তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান হাফিজার রহমান বলেন- ইতিপূর্বে মাগুরা শহরের সন্নিকটে চাউলিয়া ইউনিয়ন ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তথা বিএনপি-জামাতের অন্যতম ঘাটি। বর্তমানে সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। বিএনপি জামাতের জ্বালাও পোড়াও আন্দোলনে ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় একটি ট্রাকে পেট্রোলবোমা হামলা করে এ ইউনিয়নের মালিকগ্রামের একই গ্রামের ৮জন শ্রমিককে গুরুতর দগ্ধ করা হয়। যার মধ্যে ৫ই মারা যান ও ৩জনকে গুরুতর আহত হয়ে পঙ্গু জীবন যাপন করছেন। যা জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক প্রচার পায় ও বিএনপি জামাতের ধ্বংসাত্মক রাজনীতির প্রতি সারাবিশ্বে ধিক্কার জানায়। এ ভয়াবহ ঘটনা ও বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের ফলে এলাকার মানুষ তাদের ভুল বুঝতে পেরে বিএনপি-জামাতের রাজনীতি বর্জন করেছে। তারা এখন আওয়ামীলীগকে তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শতভাগ সমর্থন দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর এ ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামবাসির নিজ উদ্যোগে ১৫ আগস্ট পালন করে বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবারের জন্য দোয়া করা হয়েছে। এ ইউনিয়ন এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিমুক্ত ইউনিয়ন। একই সঙ্গে তিনি চলমান করোনা পরিস্থিতিতে এলাকার ছাত্রছাত্রীদের মোবাইল গেম এর নেশা থেকে বেরিয়ে লেখাপড়ায় মনোযোগী করার জন্য ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন।

চাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমীন ফরাজির সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, চাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মো: ফারুক রেজা ঝন্টু মোল্যা, ইউনিয়ন সদস্য মাসুদ রানা প্রমুখ। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাগুরা /১৫ আগস্ট ২০২