মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে শনিবার গভীর রাতে ৫টি দোকান ঘর পুড়ে  গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কামাল হোসেন জানান, ঈদের বাজারে বেচাকেনা শেষ করে রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। রাত আড়াইটার দিকে তার দোকানসহ কয়েকটি দোকানে আগুন লেগেছে শুনে দ্রুত বাজারে আসেন। এসে দেখেন তার দোকানসহ আয়ুব হোসেন, হোসেন আলী, মিলন হোসেন ও আকিদুলের দোকান পুড় গেছে। দোকানের মালিক আলমগীর মোল্যা আলম ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাব-অফিসার অমল কৃষ্ণ বসু জানান, আগুনের সংবাদ শুনের শ্রীপুর ও মাগুরার ফায়ার কর্মীরা যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।