শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শালিখায় নির্বাচিত সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।  শালিখা উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর আয়োজিত বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্তকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ২২ জন সুফল ভোগীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে রয়েছে, লেয়ার ও বয়লা মুরগির খাদ্য, মশারী, বালতি, চাড়ি, ঝুড়ি, খাচা, মুরগীর ঘর, বাচুরের ঘর, ৭৫ পিচ মুরগি,দেশীয় মুরগির খাবার,ছাগলের ঘর(মাচাপদ্ধতি), খৈল ভূষি ও ভুট্রা ভাঙ্গাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকার,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মাসুমা আখতারসহ প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

শালিখা/মাগুরা/ ২০ এপ্রিল ১৭