স্টাফ রিপোর্টার

মাগুরা জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার আজ মঙ্গলবার (২৬ জানুয়ারী) দ্বিতীয় দিন। বিকাল ৩টা থেকে শুরু হয়েছে মেলা। প্রযুক্তি পেমী দর্শকরা বিভিন্ন প্যাভেলিয়নে ঘুৃরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে ধারণা নিচ্ছেন। মেলা উপলক্ষে আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বকর্মসংস্থান বিষয়ে সেমিনার। বিকাল ৪টা ৩০ মিনিটে ডিজিটাল কন্টেন্ট উপস্থাপনের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদানের নমুন প্রদর্শন করা হবে।

সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ মেলা।

তবে যথেষ্ট প্রচার প্রচারণা না থাকায় এ বছর মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছেন অনেকে।