স্টাফ রিপোর্টার

যশোর বিভাগ আন্দোলন পরিষদ মাগুরা জেলা কমিটির এক সভা মঙ্গলবার রাতে শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।

অধ্যাপক মোল্লা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ অনিচুর রহমান খোকন, অধ্যাপক খান শফিউল্লাহ, জামিউল কদর ডলার, প্রভাষক তানভির রহমান উজ্জল, সাংবাদিক আবু বাসার আখন্দ,অলোক বোস, রূপক আইচ প্রমুখ।

সভায় বক্তরা বলেন, মাগুরা এক সময় যশোরের অধীনে একটি মহকুমা শহর ছিল। মাগুরা বৃহত্তর যশোর জেলার একটি অংশ। মাগুরা ও যশোরের অধিবাসীদের সংস্কৃতি, কৃষ্টি অভিন্ন। কিন্তু মাগুরাকে ফরিদপুরের সাথে সংম্পৃক্ত করে বিভাগ বাস্তবায়নের চেষ্টা চলছে। মাগুরাবাসী ফরিদপুর বিভাগ হলে তার সাথে সম্পৃক্ত হতে চায় না। বরং মাগুরাসহ অন্য যে জেলাগুলো সাবেক যশোর জেলার অন্তভুক্ত ছিল সেই সব এলাকা নিয়ে বৃহত্তর যশোরকে পৃথক বিভাগ ষোষণা করা হোক। অন্যথায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মাগুরাবাসী তাদের দাবী বাস্তবায়ন করবেন। এ দাবীতে আগামী ৩১ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় শহরে মানববন্ধনের ডাক দেয়া হয়।