2

স্টাফ রিপোর্টার

মাগুরা সরকারি কলেজের রেড ক্রিসেন্ট দল ও ফায়ার সার্ভিস যৌথভাবে ভূমিকম্প, ভূমিকম্প পরবর্তী অগ্নিকান্ড, উচু ভবনে আটকে পড়াদের উদ্ধার, পানিতে পড়ে যাওয়াদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিন দিনের কর্মশালা আজ শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে শেষ হয়েছে।

কলেজের ১০০ জন স্বেচ্ছাসেবক ছাত্রের অংশগ্রহণে কর্মশালায় ভূমিকম্প, ভূমিকম্প পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের করনীয় বিভিন্ন বিষয়ে হাতে কলমে মহড়া দেয়া হয়।

কর্মশালায় কিভাবে ভূমিকম্পের সময় উচু ভবনে আটকে পড়াদের উদ্ধার , প্রাথমিক চিকিৎসা, বিধ্বস্ত ভবনে অগ্নিকান্ড প্রতিরোধে করনীয়, অগ্নিকান্ডের প্রাথমিক মোকাবেলা, পানিতে ডুবে যাওয়াকে উদ্ধার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণে অগ্নি নির্বাপক ও উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়। সিভিল সার্জন অফিসের চিকিৎসক, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ৩দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

3

সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিনের সভাপতিত্বে মহড়ায় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিজন কুমার কর্মকার, কলেজের সহকারি অধ্যাপক খান শফিউল্লাহসহ অন্যরা।

 

 

 

 

 

https://www.youtube.com/watch?v=3oimBVennlw&feature=youtu.be