snapshot

স্টাফ রিপোর্টার
কোন প্রকারের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বল্পসময়ে ড্রাইভিং লাইসেন্স পেতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বিআরটিএর সকল সেবাই এখন অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এর মধ্যে আবেদন, অনলাইনে ব্যাংকে টাকা জমা, অনলাইনেই মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা বদলী, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন, কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। মাগুরা জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় নিজেদের স্টল থেকে এতথ্য জানালেন সংস্থাটির কর্মকর্তারা।

বিআরটিএ মাগুরার সহকারি পরিচালক বিলাস সরকার মাগুরাবার্তাটোয়েন্টিফোরডটকমকে জানান- বিআরটিএর সকল সেবা এখন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। মাগুরার ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিআরটিএর স্টল থেকে এসব বিষয়ে সরবরাহ করছেন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বিআরটিএ’র স্টল থেকে সেবা গ্রহণকারী আমিনুল ইসলাম মাগুরাবার্তাটোয়েন্টিফোরডটকমকে জানান- অনলাইনে সেবা প্রাপ্তি যে এত সহজ হয়ে গেছে তা আমি জানতাম না। এ মেলায় এসে বিষয়টি জানতে পেরে তিনি অত্যন্ত খুশি। তিনি বলেন- একই ছাদের নিজে সব ধরণের ডিজিটাল সেবা পেয়ে আমরা অত্যন্ত খুশি।

তথ্যকে সহজ ও জনগণের দোড়গোড়ায় পৌছে দেয়ার এ ধরনের কার্যক্রমকে তারা স্বাগত জানান।