স্পোর্টস ডেস্ক
মাগুরাবার্তা ২৪.কম
Decrease font Enlarge font

ঢাকা: ভারতের সানিয়া মির্জা- মার্কিনমুলুকের মার্টিনা হিঙ্গিস জুটি নারী ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন। ইন্দো-সুইস এ জুটি ফাইনালে হারিয়েছেন চেক রিপাবলিকের আন্দ্রেয়া ও লুসি রাদিকাকে।

বর্তমান টেনিসের নারীদের ডাবলসে প্রায় অপ্রতিরোধ্য জুটি সানিয়া-হিঙ্গিস অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিশ্চিতের পাশাপাশি বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। আর টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যামও জিতলেন তারা। গত বছর উইম্বলডন এবং ইউএস ওপেন জেতার পর এবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিশ্চিত করলেন সানিয়া-হিঙ্গিস।

আন্দ্রেয়া ও লুসি জুটিকে ফাইনালের কোর্টে হারাতে সানিয়া-হিঙ্গিস জুটিকে খেলতে হয় ১০৯ মিনিট। ৭-৬ (৭-১), ৬-৩ সেটে জিতেছেন সানিয়া-হিঙ্গিস। প্রথম সেট জিততেই তাদের সময় ব্যয় হয় ৬২ মিনিট।

ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা এবং সুইস তারকা মার্টিনা হিঙ্গিস জুটির এবারের চোখ আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।

টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের মধ্য দিয়ে টানা ৩৬ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেন সানিয়া-হিঙ্গিস।