মাগুরায় আজ রবিবার (৮মে) দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা দিবস উপলক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা এ দিবসের আয়োজন করে।
সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ.এস.এম. সাজেদুর রহমান ও দুধমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম নিলু।
অনুষ্ঠানে বক্তারা মা দিবসের গুরুত্ব ও সমাজে মায়ের ভুমিকা নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মা অভিভাবক, সুধিজন, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।