বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহম্মদপুরে সোমবার (৯জানুয়ারী) উদ্বোধন করা হয়েছে বর্ণমালা শিশু নিকেতন নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা শহরের রায়পাড়ায় এ বিদ্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি। magura-mohmmadpur-bornomala-school-pic-2
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিতাই পদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবীন শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী, অধ্যক্ষ ওসমান আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক বিপ্লব রেজা বিকো, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম টিটু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাহেরা জেসমিন,magura-mohmmadpur-bornomala-school-pic-3 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, যুব নেত্রী শারমিন আক্তার রূপালী, লাহুড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মাহবুবুর রহমান ও বর্ণমালা শিশু নিকেতনের অধ্যক্ষ লাল চাঁদ ঠাকুর।magura-mohmmadpur-bornomala-school-pic-4

বিদ্যালয়ের উপাধ্যক্ষ চন্দন রায় জানান- মানসম্মত শিক্ষা নিশ্চিত করে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে পড়ালেখার পাশাপাশি প্রতিটি শিশুর মানষিক বিকাশের জন্য সংগীত, চিত্রাংকন, বিতর্কপ্রতিযোগিতাসহ নানাবিধ কর্মকান্ডের মাধ্যমে শিশুদের যোগ্য করে গড়ে তোলার প্রচেষ্টায় এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।15894270_1047614862031685_7836563049900236551_n

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বর্ণমালা শিশু নিকেতনের পরিচালক পংকজ রায়।
রূপক/মাগুরা/৯ জানুয়ারী১৭